Conditional Formatting এর নিয়ম তৈরি করা
উপরের চিত্রে কন্ডিশনাল ফর্মেটিং এর জন্য নিয়ম তৈরি করার জন্য উদাহরণে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এ-ওয়ান কম্পিউটার লিমিটেড এর বিক্রয় প্রতিনিধি অনুযায়ী বিক্রয় দেখানো হয়েছে। ধরুন উক্ত প্রতিষ্ঠানের প্রতি মাসের বিক্রয়ের লক্ষ্য হলো ৫,০০০ টাকা।
কন্ডিশনাল ফর্মেটিং ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানের ৫,০০০ টাকার উপরে বিক্রয়মূল্য বের করার জন্য নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করুন।
- C3 থেকে H18 পর্যন্ত সিলেক্ট করুন।
- Home ট্যাবের Style প্যানেলের Conditional Formatting কমান্ড ক্লিক করলে ড্রপ ডাউন লিস্ট প্রদর্শিত হবে।
- Highlight Cells Rules ক্লিক করে Greater Than… ক্লিক করুন।
- এবারে Format cells that are GREATER THAN: এর নিচের ঘরে 5000 এবং with এর ডানের ঘরের ড্রপ ডাউন ক্লিক করে প্রয়োজনীয় ফরমেট সিলেক্ট করুন। এক্ষেত্রে Light Red Fill with Dark Red Text নির্বাচন করেছি।
- অতপর Ok ক্লিক করুন।
এবারে চিত্রের ফলাফল লক্ষ্য করুন ৫০০০ এর উপরের সেলগুলো লাল কালারে চিহ্নিত হয়েছে।
নোট: ইচ্ছে করলে Custom Format… সিলেক্ট করে নিজের মত ফরমেট করতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়াল দেখুন।
আজকের মত এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ্ পরবর্তীতে কন্ডিশনাল ফর্মেটিং এর উদাহরণসহ আরো টিউন লেখার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। টিউনটি ভালো লাগলে পরিচিত ও বন্ধুমহলে শেয়ার করুন। টিউনকে আরো ইনফরমেটিক করার জন্য আপনার মন্তব্য গুরুত্বপূর্ণ সহায়ক হবে।
কন্ডিশনাল ফর্মেটিং নিয়ে উদাহরণসহ বিভিন্ন টিউটোরিয়াল পাওয়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
Conditional Formatting টিউটোরিয়াল লিস্ট – Excel 2016 Bangla Tutorial