এই টিউটোরিয়ালে কিভাবে Conditional Formatting নিয়ম কপি করা যায় তা দেখানো হয়েছে।
এক্ষেত্রে ৫,০০০ থেকে ৭,০০০ টাকার মধ্যেকার ডাটাসমূহ প্রদর্শন করার জন্য কন্ডিশনাল ফর্মেটির নিয়ম তৈরি করবো এবং তা কপি করে অন্যত্র বসাবো।
এক্ষেত্রে পূর্বের তৈরি করা ফাইলটি ব্যবহার করবো।
- C3 থেকে E18 পর্যন্ত সিলেক্ট করুন।
- Home ট্যাবের Style প্যানেলের Contitional Formatting ক্লিক করলে ড্রপ ডাউন মেন্যু প্রদর্শিত হবে।
- প্রদর্শিত মেন্যু হতে Highlight Cells Rules ক্লিক করে Between ক্লিক করুন।
- এবারে প্রদর্শিত ডায়ালগ বক্সে নিচের চিত্রের মতো 5000 ও 7000 টাইপ করুন এবং Ok ক্লিক করুন।
লক্ষ্য করুন, 5000 ও 7000 এর মধ্যে যাদের ভেল্যু রয়েছে তাদের ডাটা ফর্মেটিং হয়েছে।
এবারে এইমাত্র প্রয়োগকৃত ফর্মূলাটি কপি করে ডাটার ভিন্ন অংশে পেস্ট করবো।
- C3 থেকে E18 পর্যন্ত সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করুন।
- Home ট্যাবের Clipboard প্যানেলের Format Painter কমান্ড ক্লিক করুন এবং F3 থেকে H18 পর্যন্ত ড্রাগ করুন।
এবারে ফলাফল লক্ষ্য করুন, F3 থেকে H18 পর্যন্ত 5000 ও 7000 এর মধ্যে যাদের ভেল্যু রয়েছে তাদের ডাটা ফর্মেটিং হয়েছে।
নোট: ইচ্ছে করলে Between ডায়ালগ বক্স হতে Custom Format ক্লিক করে নিজের মত ফরমেট করতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিও টিউটোরিয়াল দেখুন।
এডভান্সড এক্সেল ২০১৬ এর কন্ডিশনাল ফর্মেটিং এর বিভিন্ন টিউটোরিয়াল পাওয়ার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
- CONDITIONAL FORMATTING এডভান্সড বাংলা টিউটোরিয়াল লিস্ট
- CONDITIONAL FORMATTING এর নিয়ম তৈরি করা
- কিভাবে CONDITIONAL FORMATTING এর নিয়ম এডিট করবেন?
4 - 4Shares