Conditional Formatting দ্বারা খালি সেল হাইলাইট করা
এই টিউটোরিয়ালে Conditional Formatting ব্যবহার করে ফর্মূলার মাধ্যমে কিভাবে নির্বাচিত সেলগুলোর খালি সেল হাইলাইট করা যায় তা বর্ণিত হয়েছে।
নিচের ওয়ার্কশিটের মত ওয়ার্কশিট তৈরি করুন। আপনি আপনার নিজের ওয়ার্কশিটও ব্যবহার করতে পারেন।
কন্ডিশনাল ফরমেটিং দ্বারা নির্বাচিত সেলের খালি সেলগুলো বের করার জন্য নিচের ফর্মূলাটি ব্যবহার করা হয়েছে।
ফর্মূলা: =ISBLANK(B8)
যেভাবে কাজটি সম্পাদন করবেন:
- B8:H17 পর্যন্ত সিলেক্ট করুন।
- Home ট্যাবের Style প্যানেলের Conditional Formatting ক্লিক করে New Rule কমান্ড ক্লিক করুন।
- প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Select a Rule Type হতে Use a formula to determine which cells to format ক্লিক করুন।
- এবারে Edit the Rule Description এর ঘরে নিচের ফর্মূলাটি টাইপ করুন =ISBLANK(B8)
- এবং Format ক্লিক করে Fomat Cells ডায়ালগ বক্সের Fill ট্যাব হতে প্রয়োজনীয় ফিল কালার সিলেক্ট করে Ok ক্লিক করুন।
- এবারে ওয়ার্কশিটের সিলেক্টকৃত ডাটাসমূহ লক্ষ্য করুন, খালি সেলগুলো লাল রঙের ফিল দ্বারা প্রদর্শিত হয়েছে।
নোট: ISBLANK ফাংশনটি তখনই কার্যকর হবে যখন সেল খালি থাকবে। কিন্তু যদি কোন সেলের মধ্যে ফর্মূলা থাকে এবং তার মধ্যে যদি খালি স্ট্রিং থাকে তবে তা খালি সেল হিসেবে প্রদর্শিত হবে না। সেক্ষেত্রে আপনি =LEN(B8)=0 ফর্মূলাটি ব্যবহার করতে পারেন।
বিস্তারিত জানতে কিভাবে খালি সেলসমূহ হাইলাইট করবেন ভিডিওটি টিউটোরিয়ালটি দেখুন।
কন্ডিশনাল ফর্মেটিং এর বাংলা ভাষায় বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
Conditional Formatting এডভান্সড বাংলা টিউটোরিয়াল লিস্ট – MS Excel 2016
8 - 8Shares