Conditional Formatting কী এবং কেন?
মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় ও চমকপ্রদ ফিচার।
এই ফিচার দ্বারা শর্ত সাপেক্ষে বিশাল ডাটা ভান্ডার হতে প্রয়োজনীয় তথ্যসমূহ কালার, আইকন এবং ডাটাবার দ্বারা চিহ্নিত করা যায়।
মূলত এ কমান্ডের কাজ হলো এক্সেল ওয়ার্কশিটের ডাটাসমূহ শর্ত সাপেক্ষে ফরমেট করা।
যদিও শর্ত সাপেক্ষে বিন্যাসকরণ প্রকিয়াটি প্রথম অবস্থায় জটিল এবং ভীতিকর বলে মনে হবে।
ইনশাআল্লাহ্, আমি আশা করি নিম্নের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল অধ্যয়ন এবং অনুশীলন করে খুব সহজেই এ কমান্ড প্রয়োগে আপনিও হয়ে উঠবেন দক্ষ।
Conditional Formatting এর কিছু কাজ উদাহরণসহ নিম্নে বর্ণিত হলো:
- কন্ডিশনাল ফর্মেটিং এর নিয়ম তৈরি করা
- কিভাবে কন্ডিশনাল ফর্মেটিং এডিট করা?
- কন্ডিশনাল ফর্মেটিং ক্লিয়ার করার নিয়ম
- কিভাবে কন্ডিশনাল ফর্মেটিং কপি করা যায়?
- শর্ত সাপেক্ষে সর্বনিম্ন একাধিক ভেল্যু হাইলাইট করা
- নির্বাচিত সেলের খালি সেলসমূহ হাইলাইট করা
Spread the love
4 - 4Shares
Hey there this is somewhat of off topic but I was wanting to know if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding skills so I wanted to get guidance from someone with experience. Any help would be greatly appreciated!
Please describe your desire problem. I’ll try my best.