টেবিলের খালি ভেল্যুকে ০ ছাড়া ট্রান্সপোস করা [Transpose table without zeros] – Excel IF Function
উপরের চিত্রে B4 থেকে G5 পর্যন্ত টেবিলটিকে হরিজোন্টাল থেকে ভার্টিক্যালি রূপান্তর করে দেখানো হয়েছে। এক্ষেত্রে G4 ও G5 সেলের ভেল্যু ০ ব্যাতিরেকে প্রদর্শিত করা হয়েছে।
এক্ষেত্রে যদি আমরা IF ব্যাতিত Transpose সূত্রটি ব্যবহার করি তবে G4 ও G5 সেলের ভেল্যু ০ প্রদর্শিত হবে।
কিভাবে সূত্রটি সম্পাদন করবেন?
B7 থেকে C12 পর্যন্ত সেল সিলেক্ট করুন।
ফর্মূলাবারে =TRANSPOSE(IF(B4:G5=””,””,B4:G5)) টাইপ করুন।
যেহেতু এটি একটি এ্যারে ফর্মূলা সেহেতু উপরের ফর্মূলা টাইপ করে কীবোর্ডের Ctrl+Shift চেপে ধরে Enter চাপুন।